মালদার চাঁচলে রাতে মাটি পাচারের অভিযোগ উঠল খোদ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে। চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগে সরব কংগ্রেস। সোশাল মিডিয়ায় ভাইরাল মাটি পাচারের ভিডিও। অভিযোগ, মালদা জেলা পরিষদের সভাধিপতির বাড়ি তৈরির জন্য জমি ভরাট করতে প্রশাসনের নির্দেশ অমান্য করে চাষের জমি থেকে মাটি পাচার হচ্ছে। রাতে চলছে মাটি চুরি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছে কংগ্রেস। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। তৃণমূলের সবাই চোর, কটাক্ষ বিজেপির। তৃণমূলে নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।