জম্মু কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে মৃত্যু হল ৬ ITBP জওয়ানের। আহত বেশ কয়েক জন। চন্দনওয়াড়ি থেকে বাসে করে পহেলগাম যাচ্ছিলেন ৩৯ জন। ৩৭ জন ITBP জওয়ানের সঙ্গে বাসে ছিলেন জম্মু কাশ্মীর পুলিশের ২ কর্মী। চন্দনওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাস। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের এয়ার লিফট করে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগরের সেনা হাসপাতালে।