বেলুড় মঠে আজ প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো। প্রতি বছর দুর্গা প্রতিমার বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। তারপর জন্মাষ্টমীর দিনই পুজো করা হয় সেই কাঠামো। সেইমতো আজ মন্দিরে মঙ্গলারতির পর কাঠামো পুজো করা হয়। সেইসঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। ফলে বেলুড় মঠে আজ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। তবে তিথি অনুযায়ী, গতকাল সন্ধেয় বেলুড় মঠে জন্মাষ্টমীর পুজো হয়েছে।