নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এবার ভিনরাজ্যেও! সূত্রের খবর, পার্থ-ঘনিষ্ঠ এক ব্যক্তির খোঁজে আজ হাজারিবাগের হোটেলে তল্লাশি চালায় আয়কর বিভাগ। সূত্রের খবর, শেষ অবধি কেউ ধরা পড়েনি। এদিকে, অসুস্থ বোধ করায় আজ এসএসকেএমে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর এক্স-রে করানো হয়েছে বলে সূত্রের খবর।