' শুধু বিজেপি করে বলে এক মহিলার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করা হল, পাশবিক' বললেন দিলীপ

ABP Ananda 2022-08-22

Views 676

নারকেলডাঙাকাণ্ডে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগের পর এবার পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার নালিশ। অন্তঃসত্ত্বার পরিবারের দাবি, ঘটনায় তাঁরা ৯-১০ জনকে সনাক্ত করে অভিযোগ জানাতে চাইলেও, রাতে হাসপাতালে গিয়ে নারকেলডাঙা থানার পুলিশ আধিকারিকরা ২-৩ জনের বেশি নাম নিতে চাননি। এর পাশাপাশি, অন্তঃসত্ত্বার পরিবারের দাবি, তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় অস্ত্রোপচার করে প্রি-ম্যাচিওর ডেলিভারি করানোর সম্ভাবনা রয়েছে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS