Murshidabad Medical College : 'কর্তব্যরত মহিলা ইন্টার্নকে হেনস্থা', প্রতিবাদে রাতভর আন্দোলনে মেডিক্যাল পড়ুয়া ও জুনিয়র চিকিত্সকরা

ABP Ananda 2022-08-22

Views 327

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা ইন্টার্নকে হেনস্থা, মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। প্রতিবাদে রাতভর আন্দোলনে ইন্টার্ন, মেডিক্যাল পড়ুয়া ও জুনিয়র চিকিত্সকরা। বিক্ষোভকারীদের দাবি, গতকাল সকালে চিকিত্সার গাফিলতির অভিযোগে মেল সার্জিক্যাল বিভাগের এক রোগীর পরিবার মহিলা ইন্টার্নকে মারধর করলেও, রাত পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে এরপর অবস্থান-বিক্ষোভ শুরু করেন ইন্টার্ন, মেডিক্যাল পড়ুয়া ও জুনিয়র চিকিত্সকরা। সুপার ও পুলিশের আশ্বাসে ভোররাতে বিক্ষোভ ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS