Bogtui: বগটুই গণহত্যা মামলায় গ্রেফতার আরও ৭, হেফাজতের আবেদন জানানোর সিদ্ধান্ত । Bangla News

ABP Ananda 2022-08-23

Views 109

বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করল সিবিআই। আজই হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত। এছাড়া, তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ খুনের মামলাতেও আরও একজনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বগটুই গণহত্যা ও ভাদু শেখের খুনে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃত ৮ জনের। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এদের নাম উঠে আসে। খবর সূত্রের।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS