বেলেঘাটা বিস্ফোরণে আহতকে রাতের অন্ধকারে এনআরএস থেকে নিয়ে যাওয়া হল তালদি ! তালদির নার্সিংহোমে আহতকে ভর্তি করালেন আত্মীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোগী লোকমান মোল্লাকে ছেড়ে দেয় তালদির নার্সিংহোমও। ফের কলকাতায় নিয়ে আসা হল বিস্ফোরণে আহতকে। এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে আসা হল আহত লোকমান মোল্লাকে। রোগীর পরিবারকে স্বেচ্ছায় নিয়ে গিয়েছে বলে জানিয়েছে এনআরএস। চিকিত্সার জন্য প্রোমোটার টাকা দিয়েছে, জানিয়েছে আহতর পরিবার। এনআরএসে চিকিত্সা হচ্ছিল না, তাই তালদি নিয়ে যাওয়া হয়েছিল, দাবি আহতর পরিবারের।