কৃষক নেতাদের কুকুরের সঙ্গে তুলনা করে বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। "চলন্ত গাড়ি দেখলে কুকুর তেড়ে আসে। আপনারা পাশে থাকলে রাকেশ টিকায়েতরা কিছুই নয়।" কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, আক্রমণে তৃণমূল। "কৃষকদের কুকুর বলার স্পর্ধা দেখাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, এটাই কি অমৃত কাল ? কেন্দ্রীয় সরকারের পাহাড়প্রমাণ ব্যর্থতার দরুণ প্রতিবাদে বাধ্য হয়েছেন কৃষকরা। কেন্দ্রীয় মন্ত্রীকে এই মন্তব্যের দায় নিতে বাধ্য করুন প্রধানমন্ত্রী।" অজয় মিশ্রর বিতর্কিত মন্তব্য ট্যুইট করে দাবি তৃণমূল কংগ্রেসের।