রাজ্য সরকারের পুজো অনুদান নিয়ে এবার হাইকোর্টে দায়ের হল তৃতীয় মামলা। ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা এবং বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার বিরোধিতায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা। পুজো অনুদানের বিরোধিতা করে গতকাল হাইকোর্টে দায়ের হয়েছে ২টি মামলা। মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান? এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয়েছে।