Fake Call Center in Kolkata: ঋণের নামে প্রতারণা! কলকাতার ২টি কল সেন্টারে হানা পুলিশের, গ্রেফতার ২০

ABP Ananda 2022-08-26

Views 1

কলকাতায় ফের প্রতারণা চক্রের পর্দাফাঁস। ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ফেয়ারলি প্লেস ও নেতাজি সুভাষ রোডে একই মালিকের ২টি কল সেন্টারে হানা লালবাজারের গুন্ডা দমন শাখার। ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৩টি কম্পিউটার, ৩টি মনিটর, ৬০টি ফোন, ১৮টি মোবাইল ফোন ও কিছু নথিপত্র। পুলিশ সূত্রে দাবি, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিমা ও প্রসেসিং ফি বাবদ টাকা হাতিয়ে নিত প্রতারকরা। সংস্থার মালিক রাজীব সিংকেও গ্রেফতার করেছে পুলিশ।   

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS