মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠল। প্রশ্নের উত্তর ভুল করার অভিযোগ মাদ্রাসা কমিশনের বিরুদ্ধে। মামলাকারীর দাবি, তিনি ওই উত্তর দেননি। উত্তরপত্র যাচাই করার জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টরকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। ৩১ অগাস্টের মধ্যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিকে রিপোর্ট দিতে হবে।