Bagda Rape Case: ‘সীমান্তে গিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব, জানালেন বিধায়ক বিশ্বজিৎ দাস

ABP Ananda 2022-08-27

Views 57

বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে শিশুকন্যার সামনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ভারত-বাংলাদেশ সীমান্তে বাগদার জিতপুরে উঠল অভিযোগ। জওয়ানদের শিশুকন্যার সামনে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। বাংলাদেশে যাওয়ার চেষ্টা করার সময় ধর্ষণের অভিযোগ। গ্রেফতার দুই বিএসএফ জওয়ান, বাগদা থানায় লিখিত অভিযোগ । অভিযোগের ভিত্তিতে দুই জওয়ানকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ‘দালাল ধরে ওই গৃহবধূ সীমান্ত পেরোচ্ছিলেন’, ‘তখন ঘটনা ঘটে, ২ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে’, ওই জওয়ানদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে, বক্তব্য বিএসএফের। সীমান্তে যাচ্ছেন বাগদার বিধায়ক বিশ্বজিত্‍ দাস। ‘সীমান্তে গিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব, জানালেন বিধায়ক।

Share This Video


Download

  
Report form