এএসসি দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিংয়ের আরও সম্পত্তির হদিশ? হাওড়ার শ্যামপুরের গাদিয়াড়ায় চলন্তিকা লজ। বিজেপির দাবি, খাতায় কলমে এই হোটেলের মালিক প্রদীপ সিং। এদিন ওই হোটেলের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। যদিও হোটেলের ম্যানেজারের দাবি, মালিকের নাম প্রসন্ন রায়। তাঁদের হেড অফিস রাজারহাটে। হোটেল মালিক আসেন না বলেও দাবি করেছেন ম্যানেজার।