ভাদু গান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রচীন সংস্কৃতির অংশ।
এই ভাদু গান পশ্চিমবঙ্গের অন্তর্গত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলা ও বর্ধমান জেলার আসানসোল মহকুমা এবং ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি ও হাজারিবাগ জেলার লৌকিক উৎসব ভাদু উৎসবে এই গান গাওয়া হয়ে থাকে।
গ্রামীণ বাংলার একটি বিশেষ সংস্কৃতি হল ভাদু গান। ভাদ্র মাস হলো কিছুটা অবসরের মাস।
একসময় এই অলস ভাদ্রে কোনো ছেলেকে মেয়ের পোশাক পরিয়ে গ্রামে গ্রামে ঘুরে দরিদ্র
মানুষেরা ভাদু নাচ দেখাত কিছু রোজগারের আশায়। এখনো কোথাও কোথাও ভাদু উৎসব চলে, তবে তা আগের মতো নয়।
ভাদু গান মানকর সংলগ্ন অঞ্চলে অন্যতম লোকসংস্কৃতি সম্পদ। কৃষি নির্ভর রাঢ়ের এই গ্রামগুলি বর্ষার অবসানে শরতের ভাদ্র মাসে
ভাদু উৎসবে মুখর হয়ে উঠত। সময়ের ব্যবধানে এখন ভাদু উৎসব অনেকটাই ম্লান হয়ে গিয়েছে।