সলমন খানকে বিয়ে করার স্বপ্ন দেখতেন অভিনেত্রী মিমি। পেলেন না। তাই অভিনেতা ওমকে বিয়ে করলেন। অন্য দিকে ওম পছন্দের নায়িকা হিসেবে মাধুরী নয়, দীপিকা নয়, স্ত্রী মিমিকেই একমাত্র পছন্দ করেন। মিমি বেড়াতে ভালবাসেন। ওমের নিজের বাড়িই বেড়ানোর জায়গা। অনুশ্রী মলহোত্রার কাছে পুজোর বাজার করতে এসে ওম-মিমি ফাঁস করলেন দাম্পত্যের অন্দর কথা।