নবান্ন অভিযানে পুলিশি নিপীড়নের অভিযোগে বিজেপি যুব মোর্চার লালবাজার অভিযান আটকে গেল কলেজ স্ট্রিটে। রাজ্য বিজেপির সদর দফতরের সামনে থেকে শুরু হয় মিছিল। কলেজ স্ট্রিট এবং সুর্য সেন স্ট্রিটের ক্রসিংয়ে পুলিশ মিছিল আটকে দেয়। বিজেপির দাবি, মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশ বিনা প্ররোচনায় নির্মম ভাবে অত্যাচার করেছে তাঁদের কর্মী-সমর্থকদের উপর। তারই প্রতিবাদে শুক্রবার এই কর্মসূচির ডাক দেওয়া হয় দলের যুব সংগঠনের পক্ষ থেকে।