জয়পুরের ইতিহাসে মহারাজা কাশীনাথ সিংহের অবিস্মরণীয় অবদান সোনার দুর্গা। জয়পুরের রাজবাড়ির দুর্গামন্দিরের খড়ের চালায় লেগে যায় আগুন। পূর্বে জয়পুর রাজবাড়িতে মূর্তি পূজা হত না। হত নবপত্রিকা ও খড়্গের পুজো। চিন্তিত রাজা কাশীনাথ সপরিবারে ধর্ণা দেন মন্দিরে। কথিত আছে, তিনি এ সময় দেবীর স্বপ্নাদেশ পান। সেই আদেশ অনুযায়ী কাশী থেকে দেবীর দ্বিভূজা স্বর্ণমূর্তি তৈরি করিয়ে আনা হয়।