ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে আগেই ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। এ জন্য তাঁকে ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে বাংলাদেশ।
তবে সিপিএলে এবার অন্তত ব্যাট হাতে সাকিবের শুরুটা মোটেও ভালো হয়নি। আজ ভোরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নেমে সাকিব জয় পেয়েছেন ঠিকই, কিন্তু রানের খাতা খুলতে পারেননি।
#cpl #shakib #cricket
#sevensports #sports #sportsnews #cricket #football #BCB #cricketnews #footballnews #sport #shakibalhasan