এ বার পুজোয় প্রেমের প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছি: লহমা

Anandabazar Online 2022-09-23

Views 20

লাবণ্য ঝরে পড়ছে তাঁর শরীরে। এক লহমায় পাশ্চাত্য পোশাকে নিজেকে পুজোর সাজে তৈরি করলেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। অভিনয় জীবনের প্রথম পর্যায়েই জিৎ থেকে আবীর-পরমের সঙ্গে অভিনয় করা হয়ে গিয়েছে তাঁর। শ্যুট আর পুজো আড্ডায় কবে কী পরবেন? সেই চিন্তায় মশগুল তিনি। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় বললেন, " এ বার পুজোয় প্রেমের প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছি।"

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS