২ দশক পর লর্ডসের স্মৃতি ফিরল কলকাতায়। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ঐতিহাসিক মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় যে ব্যালকনি থেকে জার্সি উড়িয়ে উদ্ধত ব্রিটিশদের জবাব দিয়েছিলেন, সেই 'মঞ্চ' তৈরি করল গড়িয়ায়র মিতালি সঙ্ঘ। একেবারে হুবহু লর্ডসের ব্যালকনি, সেখানে দাঁড়িয়ে হাত নাড়লেন মহারাজ, ওড়ালেন জাতীয় পতাকা — এটাই গড়িয়ার মিতালি সঙ্ঘের এবারের চমক।