আজ পঞ্চমী! শহর জুড়ে পুজো শুরু হয়ে গেছে অনেক আগেই। মণ্ডপে মণ্ডপে নেমেছে মানুষের ঢল। দু’বছরের কোভিড ভিতি কাটিয়ে এ বছর যেন একটু স্বস্তি। তারই মধ্যে পুজোকে কেন্দ্র করে মিশে গেল ভালবাসার শহর আর তিলোত্তমা কলকাতা। পুজোর গান গাইলেন মেঘদূত ও পলিন। বিদেশিনীর গলায় বাংলা গান। তাও আবার পুজো নিয়ে। কেমন লাগলো শুনতে?