লোকাল ট্রেনের মধ্যে চুলের মুঠি ধরে একে অপরকে মারধর শুরু করলেন বেশ কিছু মহিলা। একে অপরকে টেনেহিঁচড়ে, কিল, চড়, ঘুঁষি মেরে ঝগড়া শুরু করেন প্রতিদিনের মহিলা নিত্য যাত্রীরা। ক্যানিং লোকাল হোক কিংবা বনগাঁ লোকাল, সব জায়গাতেই এমন দৃশ্য চোখে পড়ে। এবার তা দেখা গেল মুম্বইতে।