বিহারের পাশাপাশি পশ্চিমবাংলাতেও সাড়ম্বরে পালিত হয় ছট। সকাল থেকেই বিভিন্ন ছোট বড় ঘাটে ভিড়। দুপুর পেরোতেই শুরু পুজো।
দার্জিলিঙে হাতে গোনা যে কয়েকটি বিহারি পরিবার রয়েছে তারা এক হয়ে ছট পুজো করছে৷ শহরে কোন নদী নেই, নেই পুকুরও। তাই জিডিএনএস গ্রাউন্ডে কৃত্রিম পুকুর বানিয়ে সেখানেই চলল ছট পুজোর উদ্যাপন।