চন্দননগর বাগবাজার তালপুকুর ধারের জগদ্ধাত্রী পুজো এ বার ৩৯তম বর্ষে। প্রতি বছর তালপুকুরে আলোর জাদু দেখা যায়। পুজোর কয়েক দিন পুকুরপাড়ের গুমটিগুলোকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এ বছর বার বার অনুরোধ করা সত্ত্বেও একটি গুমটি সরাননি এক ব্যক্তি। ওই ঘটনার প্রতিবাদে আলো নিভিয়ে রাখে পুজো কমিটি।
পুলিশ-প্রশাসনের তৎপরতায় সমস্যার সমাধান হয়। গুমটিমালিক এবং পুজো কমিটিকে নিয়ে আলোচনার শেষে পুজো মণ্ডপে আলো জ্বালাল প্রশাসন। আলোর সাজে সেজে উঠল বাগবাজার তালপুকুর ধার জগদ্ধাত্রী পুজো মণ্ডপ।