ট্য়ুইটারে চাকরি করতে গেলে সপ্তাহে ৭ দিনই যেতে হবে অফিসে। করতে হবে ১২ ঘণ্টার শিফট। ট্য়ুইটারের কর্মীদের জন্য এমনই নিয়ম বেধে দিলেন এলন মাস্ক। এমন খবরই প্রকাশ্যে আসতে শুরু করেছে। ট্যুইটারের মালিকানা পরিবর্তন হতেই, কর্মীদের এমন নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থার তরফে।