উপস্থিত বুদ্ধির জেরে সোনা পাচার আটকাল ও গাড়ি চালক। ঠান্ডা মাথায় কোটি টাকার সোনা সহ দুই পাচারকারী কে পুলিশের হাতে তুলে দিয়ে হিরো হয়ে গেলেন ধূপগুড়ির বাপী।
গাড়ির চালকের উপস্থিত বুদ্ধির জোড়ে গ্রেফতার দুই সোনা পাচারকারী। উদ্ধার প্রায় প্রায় ১ কোটি টাকার সোনার বিস্কুট।
শনিবার বেলার দিকে দুই হিন্দী ভাষী যুবক ধূপগুড়ি বাস স্ট্যান্ডে নামে। এরপর তারা শিলিগুড়ি যাবার জন্য স্থানীয় বাসিন্দা বাপী রায়ের ওয়াগনার গাড়ি ভাড়া করে।
পথে দুই যুবকের অস্বাভাবিক আচরন এবং অসংলগ্ন কথাবার্তা শুনে চালকের সন্দেহ হওয়ায় গাড়িতে পেট্রোল ভরার অছিলায় পাম্পে ঢুকে যান। এরপর তিনি পেট্রোল পাম্পের শৌচালয়ে গিয়ে তার পরিচিত পুলিশ আধিকারিক বাপ্পা সাহা বর্তমানে যিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানার ওসি ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেন। সাথে প্ল্যান হয় ৩১ নং জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় গাড়ি আটক করবে পুলিশ।
গোশালা মোড় আসতেই অপেক্ষায় ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেখেই গাড়ি থামিয়ে দেয় চালক। এরপর পুলিশ গিয়ে গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে আসে একের পর এক মোট ১৪ টি সোনার বিস্কুট। সাথে সাথে পুলিশ বমাল গ্রেফতার করে দুই পাচারকারীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার। আসেন টাউন বাবু অরিজিৎ কুন্ডু সহ অন্যান্য পুলিশ আধিকেরা। চলে আসেন স্বর্নকার। এরপর শুরু হয় কোষ্ঠী পাথরে ঘষে সোনা যাচাই এর কাজ।