বি ডি ও এবং কৃষি দপ্তরে তালা ঝুলানোর হুমকি বিজেপির কৃষক মোর্চার

COMMON MAN 2022-11-07

Views 3

কৃষি সার নিয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ তুলে
বি ডি ও এবং কৃষি দপ্তরে তালা ঝুলানোর হুমকি দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির কৃষক মোর্চার ।
সোমবার জলপাইগুড়িতে বিজেপির জনতা কিষান মোর্চার পক্ষ থেকে অতিরিক্ত কৃষি অধিকর্তার অফিসে ধর্ণা সহ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিজেপির কিষান মোর্চার কর্মীরা মিছিল করে উপ কৃষি অধিকর্তার অফিসে চলে আসেন, এবং গ্রামে গ্রামে রাসায়নিক সার নিয়ে তৃণমূলের নেতাদের মদতে কালোবাজারি চলছে বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেন ।
এই প্রসঙ্গে জনতা কিষান মোর্চার জেলা পর্যায়ের নেতৃত্ব নকুল দাস বলেন, মুখ্যমন্ত্রী যে কৃষক বন্ধুর কথা বলে ওটা আসলে কৃষক মারার ফাঁদ।
প্রতিটি ব্লকে তৃণমূল নেতারা কমিশন খেয়ে রাসায়নক সারের কালোবাজারি করছে, যার ফলে ন্যায্য মূল্যে প্রকৃত কৃষক সার পাচ্ছে না,
এমন চলতে থাকলে বি ডি ও এবং কৃষি দপ্তরে তালা ঝুলিয়ে দেবে জনতা কিষান মোর্চা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS