তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩৫ তম জন্মদিন উপলক্ষে যোজ্ঞের আয়োজন করল তৃণমূল যুব কংগ্রেস। এদিন ধূপগুড়ি মায়েরথান কালী মন্দিরে এই যোজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞের মধ্য দিয়ে তার সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন তারা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা।
এছাড়া এদিন দুস্থ মানুষের মধ্যেও বস্ত্র বিতরণ করা হয় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে সুপার মার্কেট মোড় সংলগ্ন রাস্তার পাশে একটি অস্থায়ী তাবু খাটিয়ে বস্ত্র বিতরণ করা হয় দুঃস্থ মানুষের মধ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,আই এন টি টি ইউ সি ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি আলম রহমান প্রমুখ।