বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির
মতুয়া ডেনচার সোসাইটির পক্ষ থেকে ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির করা হলো। এদিনের শিবিরে অনেকেই তাদের দাঁত দেখাতে আসেন। ডেনচার সোসাইটির পক্ষ থেকে বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ সুশান্ত দাস উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মতুয়া ডেনচার সোসাইটির পক্ষ থেকে মাসে এধরনের দুইতিনটি শিবির করা হয়। শিবির থেকে দাঁতের প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালানো হয়।