বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মেজিয়ায় শনিবার তৃণমূল কংগ্রেস বিজেপির জবাবী সভার আয়োজন করে।আর এই সভায় মহাগুরুকে বেলাগাম আক্রমণ করেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।তিনি এদিন মঞ্চে উঠেই মিঠুনের বিরুদ্ধে তোপ দাগেন এমনকি,মিঠুন চক্রবর্তীকে অমিত শাহের চাকর বলে কটাক্ষ করেন তিনি।তার এই বেলাগাম আক্রমণ কে ঘিরে বিতর্কও তুঙ্গে।
প্রসঙ্গত,গত ২৪ শে নভেম্বর মেজিয়ার কলেজ ময়দানে পঞ্চায়েত সম্মেলনে যোগ দিতে আসেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।তার সেই সভায় ভীড়ও ছিল নজর কাড়া।এই সভার ৪৮ ঘন্টার মাথায় মেজিয়া হাইস্কুল মাঠে বিজেপির পাল্টা জবাবী সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস।আর এই সভা থেকে আক্রমণের জন্য বেছে নেওয়া হয় মিঠুন চক্রবর্তীকে। এমনিতেই বিতর্কিত মন্তব্যই জয়প্রকাশ বাবুর ইউএসপি তা সবারই জানা।তবে তিনি এভাবে মিঠুন চক্রবর্তীকে সরাসরি চাকর বলে কটাক্ষ করবেন তা কেও বুঝে উঠতে পারেন নি।তবে, দলগত মত পার্থক্য থাকলেও তৃণমূলের অনেক নেতা,কর্মী,সমর্থক অভিনেতা মিঠুনের অনুরাগী।তারা মিঠুনকে মহাগুরু বলেই মানেন। তারা জয় প্রকাশের এই আক্রমণকে মন থেকে মেনে নিতে পারছেন না। নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক তাদের অনেকেই জয়প্রকাশের এই মন্তব্য কে সমর্থন করেন না এমন মত প্রকাশ করেছেন।