দুর্ঘটনা আটকাতে রাজ্যে প্রথম ডুয়ার্সের রেললাইনে লাগানো হল ‘সেনসিটিভ সেন্সর অ্যালার্মিং সিস্টেম’। ডুয়ার্সের ডায়না রেলব্রিজ থেকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই যন্ত্রটি লাগানো হয়েছে। যার মাধ্যমে হাতি রেললাইনের পাশে আসলেই একটি সঙ্কেত আসবে পাশ্ববর্তী রেলস্টেশনে। এর ফলে নিকটবর্তী স্টেশন জানতে পারবে হাতি কোন জায়গায় আছে এবং আকারে কত বড়। রেল দুর্ঘটনায় হাতির দুর্ঘটনা আটকাতে এটি বিশেষ উদ্যোগ।