দিল্লি দাঙ্গা মামলায় বেকসুর খালাস পেলেন উমর খলিদ ও খলিদ সাইফি। দিল্লির কারকারডোমা আদালত উত্তর পূর্ব দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারির দাঙ্গা সম্পর্কিত একটি মামলায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খলিদ এবং খলিদ সাইফিকে বেকসুর খালাস বলে ঘোষণা করে।