ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার দুপুর থেকে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বিভিন্ন বিভাগীয় প্রধানকে ৩৪ ঘণ্টা ঘেরাও করে রাখে পড়ুয়ারা। মঙ্গলবার গভীর রাতে ঘেরাও তুলে নিলেও, বুধবার সকাল ১০টায় অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করলেন ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীদের বক্তব্য, যত দিন না তাঁদের দাবি মানা হচ্ছে তত দিন অনশন চলবে। অধ্যক্ষ জানাচ্ছেন, স্বাস্থ্য দফতর থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত নির্বাচনের দিন স্থির করা সম্ভব নয়।