নিয়োগ দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসকদল। গ্রেফতার হয়ে জেলবন্দি একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক। একই অপরাধে গারদে শিক্ষা দফতরের একাধিক কর্তা। ২০২৩-এও একের পর এক বেলাগাম দুর্নীতির পর্দাফাঁস হয়েই চলেছে। দুর্নীতির তল খুঁজতে খুঁজতে এবার কুন্তল ঘোষের হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তৃণমূলের এই যুবনেতা চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা ঘুষ নিয়েছিল, বুধবার বিস্ফোরক দাবি করেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।