পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকার প্রসাধনী বিক্রেতা গানের জন্য ভাইরাল

COMMON MAN 2023-01-21

Views 13

মহিলাদের প্রসাধনী সামগ্রীর আর পাঁচটা দোকানের মতো দেখতে হলেও এই দোকান অন্য দোকানের থেকে একেবারেই আলাদা। এর কারণ এই দোকানের বিক্রেতা।

শীতের প্রসাধনী সামগ্ৰী বিক্রির গান গেয়ে এলাকায় বেশ নজর করেছেন কুমার বাপী ওরফে শেখ আলাউদ্দিন, বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় সে। *বৌদি লাগবে নাকি* এই গান এখন অনেকেই গুনগুন করছেন পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এর বেড়ূগ্ৰাম এলাকায় । বেড়ুগ্ৰাম বাজারে নিজের ছোট্ট দোকান রয়েছে কুমার বাপীর । ইমিটেশন সামগ্ৰী সহ নানান প্রসাধনী সামগ্রী পাওয়া যায় তার প্রতিষ্ঠানে । মহিলারাই সচরাচর ভিড় করেন ক্রেতা হিসাবে তার দোকানে । সাজসজ্জার সামগ্ৰীও রয়েছে দোকানে । সেই দোকানে বসেই ক্রেতা আকর্ষণের গান শোনান কুমার বাপী । বিগত তিন দশক ধরে তার গানের নেশা রয়েছে । গুনগুন করে গান করেন। সেই ভালোলাগা থেকেই এবার প্রসাধনী সামগ্রী নিয়ে তার গান ।।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS