বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ জোটে তৃণমূলের হাত ধরবে সিপিএম?

Anandabazar Online 2023-01-30

Views 3.8K

বিজেপির বিরুদ্ধে লড়তে ধর্মনিরপেক্ষ দলগুলোকে সংঘবদ্ধ করার ডাক। কলকাতায় এসে বার্তা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। তাহলে কি লোকসভা নির্বাচনের আগে একে অপরের হাত ধরবে সিপিএম-তৃণমূল? সরাসরি নস্যাৎ না করলেও সীতারামের বক্তব্য, “লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের নীতিই প্রমাণ করে দেয় তারা কোন পক্ষ অবলম্বন করেছে। ধর্মনিরেপক্ষতার বিরুদ্ধে আওয়াজ ওঠার পরেও যখন চুপ করে থাকে, তখন কী ভাবে তৃণমূলের সঙ্গে হাত মেলাব। তৃণমূলকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।” দেশের বিরোধীরা যখন একসঙ্গে রয়েছে, তখন তৃণমূল সেখানে ‘অনুপস্থিত’। কী এমন ঘটল যে অবস্থান বদলাতে হল? কলকাতার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন সীতারামের। একই সঙ্গে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূলের অংশগ্রহণ করা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, “ত্রিপুরায় বিজেপির সুবিধা করে দিচ্ছে তৃণমূল।”

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS