ফেব্রুয়ারি ফুরোতে না ফুরোতেই ফুরিয়ে গেল শীত। বসন্তেই বাংলায় গরমের আবির্ভাব, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শীত একেবারে বিদায় না নিলেও, দুই বঙ্গেই বাড়বে তাপমাত্রা। পারদ চড়বে দিন এবং রাতের তাপমাত্রাও। পাহাড়ি এলাকায় রয়েছে সামান্য বৃষ্টির পূর্বাভাস। আগামী ৭২ ঘণ্টায় রাজ্যে দেখা যাবে কুয়াশার প্রাদুর্ভাব।