শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা নিজের বইয়ে লিখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Anandabazar Online 2023-02-10

Views 3

নতুন বইয়ের খোঁজে বইমেলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসে তিনি ঘুরে দেখলেন একাধিক প্রকাশনার স্টল। কোনও নির্দিষ্ট বইয়ের কথা ভেবে না আসলেও নতুন বইয়ের প্রতি তাঁর আগ্রহ যে প্রবল, তা লুকিয়ে রাখেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নে বিচারপতি বলেন, তিনি নিজেও বই লিখতে আগ্রহী। আর তিনি যদি বই লেখেন, সেখানে অবশ্যই থাকবে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা। চলতি বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬টি বই প্রকাশিত হয়েছে। সেই বই কি দেখবেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তর, ‘হ্যাঁ নিশ্চয়ই’।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS