প্রত্যেক বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর সত্ত্বাকে উদযাপন করতেই প্রত্যেকবার এই দিনটি পালন করা হয়। শিশু কন্যা থেকে মহিলা হয়ে ওঠার প্রত্যেক পর্বকে এই বিশেষ দিনে উদযাপন করা হয়। তাই তো আন্তর্জাতিক নারী দিবস মানেই এক নয়া অঙ্গীকার, নয়া ভাবনা।