তৃণমূলের পদক্ষেপ নিয়ে ‘উষ্মা’, অর্পিতার প্রশ্নে চুপ পার্থ

Anandabazar Online 2023-03-16

Views 1

শিক্ষক নিয়োদ দুর্নীতি মামলায় সিবিআইকে ভর্ৎসনা আদালতের। চার্জশিটে ১৫ জনের নাম থাকা সত্ত্বেও কেন মাত্র ৬ জনকেই গ্রেফতার করা হল? বাকিদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া গেল না, প্রশ্ন খোদ বিচারকের। একই সঙ্গে এদিন শান্তি প্রসাদ সিনহাকে সিবিআই কেন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে না, সে বিষয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। অন্যদিকে প্রকাশ্যে মুখ না খুললেও শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে পরিচিত মহলে তৃণমূলের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেফতার কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে কেন এত দেরিতে বহিষ্কার করা হল, সন্দিহান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শুধু তাই নয়, বৃহস্পতিবার ফিরহাদের মন্তব্যের প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি। পরিচিত বৃত্তে পার্থ বলেন, ‘‘ববি (ফিরহাদ হাকিম) আমাকে না চিনলেও আমি ববি এবং ববির পরিবারকে চিনি।” তিনি আরও জানান, জামিন পাওয়ার পর নিজের কেন্দ্রেই প্রথম যাবেন। তবে, অর্পিতার সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ নিয়ে একটি শব্দও খরচ করেননি পার্থ চট্টোপাধ্যায়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS