নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ১৩ জনকে আলিপুর আদালতের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়। দেরিতে আশায় গ্রুপ সি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়ের শুনানি এদিন স্থগিত রাখা হয়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ২৪ এপ্রিল। সেইসঙ্গে প্রত্যকেরই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।