দারুণ অগ্নিকাণ্ড রে....
রবীন্দ্রসংগীত
শিল্পী :- জয়দীপ ভট্টাচার্য্য।
তবলায় :- সুব্রত দাস।
প্রকৃতি পর্যায়।
রাগ: বৃন্দাবনী সারং
তাল: কাহারবা
******************************************
Darun agnibane re.....
Rabindra sangeet
Artist :- Jaydip Bhattacharyya.
Accompanist :- Subrata Das.
Summer song
Raga :- Brindavoni Sarong
Taala :- Kaharwa
*****************************************
রচনাকাল (বাঙ্গাব্দ): বৈশাখ, ১৩২৯
রচনাকাল (খস্তাব্দ): 1922
রচনা স্থান: শান্তিনিকেতন
সর্লিপিকার: পঞ্চন্দ্রনাথ ঠাকুর
******************************************
লিরিক্স
দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে।।
রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন
আরাম নাহি যে জানে রে।।
শুষ্ক কাননশাখে, ক্লান্ত কপোত ডাকে
করুণ কাতর গানে রে।।
ভয় নাহি, ভয় নাহি, ভয় নাহি
গগনে রয়েছি চাহি।
জানি ঝঞ্ঝার বেশে
দিবে দেখা তুমি এসে,
একদা তাপিত প্রাণে রে।।
******************************************