এলো এলো রে বৈশাখী ঝড় এলো রে,
নজরুল গীতি //বৈশাখের গান
কথা ও সুর :- কাজী নজরুল ইসলাম।
শিল্পী :- অপর্ণা ভট্টাচার্য্য।
সঙ্গত :- সুব্রত দাস।
রাগ :- ইমন মিশ্র। তাল :- কাহারবা।
******************************************
Elo elo re baisakhi jhor...
Nazrulgeeti
Baisakhi gaan
Lyrics and composer :- Kaji Nazrul Islam.
Artist :- Aparna Bhattacharyya.
Accompanist :- Subrata Das.
*****************************************
Lyrics
এলো এলো রে বৈশাখী ঝড় এলো রে,
ঐ বৈশাখী ঝড় এলো এলো মহািয়ান সুন্দর।
পাংশু মলিন ভিত কাঁপে অম্বর চরাচর থরথর।
বনে-কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি,
সভয়ে নত চরণে ভীতা বসুমতী।
সাগর তরঙ্গিত্রি তারি মঞ্জীর আমার বাজে বাজে রে
পায় গিরি–নির্ঝর–ঝরঝর ঝরঝর।
ধূলি–গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী,
ডম্বরু ঝলরি ঝালরি ঝনঝর ঝনঝন বাজে
এলো ছন্দ বন্ধন–হারা এলো
এলো মরু–সঞ্চার বিজয়ী বীরবর।
মিশ্র ইমন/কাহারবা
******************************************
এলো এলো রে বৈশাখী ঝড়
বৈশাখের গান
বৈশাখের নজরুল সঙ্গীত
নজরুল গীতি
নজরুল গীতি ফিরোজা
নজরুল গীতি মানবেন্দ্র
***************