ওরে ও মাঝি রাঙা স্বপন দেশে যাব.......
স্বর্ণ যুগের গান
কথা ও সুর :- পরেশ ধর।
মূল শিল্পী :- বেচু দত্ত।
পরিবেশনায় :- জয়দীপ ভট্টাচার্য্য।
তবলায় :- সুব্রত দাস।
*********************************************
Ore o majhi...
Adhunik bangla gan.
Swarna juger gaan.
Lyrics :- Paresh Dhar.
Artist :- Jaydip Bhattacharyya.
Accompanist :- Subrata das.
***********************************************
Lyrics :-
ওরে ও মাঝি--
রাঙা স্বপন দেশে যাব পাল তুলে দে----
নৌকায় পাল তুলে দে।।
পথেই আছে অনেক বাঁধা অনেক বিপদ
কোমড় বেঁধে নে নৌকায় পাল তুলে দে।।
পালের দরি শক্ত ক'রে বেঁধে যেন রাখিস ওরে
হাওয়ার মুখে এনে তরী চালা পারিস যতো জোরে;
দিগন্তের ওই সোনার আলো তাতেই মোদের মন ভুলালো
হেথা নতুন দেশে নতুন জীবন যেন ফুল ফোটানো
তারই খানি প্রাণ ভরিতে রোখে মোদের কে?
নৌকায় পাল তুলে দে।।
সাঁঝের বেলায় দেখবি কে এ কুজ্ঝ্বটিকা আসবে ধেয়ে
সাঁঝের বেলায় দেখবি রে তুই কে রে।
কালো মেঘের ডানার ঝাঁকে ঝড়ের বাদর আকাশ ঢাকে--
কেউ বলে ডাক দিয়ে ডোবাতে চায় তরী পথে--
নিশানা ঠিক রেখে চলো সমুখ পানে রে।
নৌকায় পাল তুলে দে।।
********************************************
Swarna juger gaan
Ore o majhi ranga swapan deshe jabo...
Bechu datta gaan
ওরে ও মাঝি--
ওরে ও মাঝি রাঙা স্বপন দেশে যাব
বেচু দত্তের গান
স্বর্ণ যুগের গান
নতুন দিনের গান
*******************