দিল্লিতে নাবালিকা কন্যা সাক্ষী খুনে অভিযুক্ত সাহিলের বিষয়ে এবার নয়া তথ্য হাতে এল পুলিশের। গত ২৮ মে সাহিল খুন করে ১৬ বছরের কিশোরীকে। ২০ বছরের সাহিল প্রেমিকা সাক্ষীকে খুনের আগে থেকেই পরিকল্পনা করছিল। ২৮ মে দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় সাক্ষীকে নৃশংসভাবে খুনের পর পাশের পার্কে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিল সাহিল।