এক নাগাড়ে বৃষ্টির জেরে ক্রমশ খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। পরপর কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টির জেরে অসমের বেশ কিছু এলাকা জলের নীচে। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অসমের ১০টি জেলার প্রায় এক লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে।