বিরোধী শূন্য করেই পূর্ব বর্ধমান জেলা পরিষদ ফের দখলে রাখল তৃণমূল কংগ্রেস, ২৩ টি পঞ্চায়েত সমিতি ও ২০৮ টি গ্রাম পঞ্চায়েত শাসক দলের দখলে ~ ১১.০৭.২০২৩

E Purba Bardhaman 2023-07-12

Views 1

বিরোধী শূন্য করেই পূর্ব বর্ধমান জেলা পরিষদ ফের দখলে রাখল তৃণমূল কংগ্রেস, ২৩ টি পঞ্চায়েত সমিতি ও ২০৮ টি গ্রাম পঞ্চায়েত শাসক দলের দখলে।
পূর্ব বর্ধমান জেলার মোট গ্রাম পঞ্চায়েত ২১৫ টি। তৃণমূল কংগ্রেসের দখলে এলো ২০৮ টি গ্রাম পঞ্চায়েত। বিজেপির দখলে ৩ টি গ্রাম পঞ্চায়েত, সিপিআই (এম)-এর দখলে ১ টি গ্রাম পঞ্চায়েত এবং ত্রিশঙ্কু হয়েছে ৩ টি গ্রাম পঞ্চায়েত।
অন্যদিকে, জেলার ২৩ টি পঞ্চায়েত সমিতিই দখলে রাখল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এর পাশাপাশি ৬৬ টি আসন বিশিষ্ট পূর্ব বর্ধমান জেলা পরিষদের সবগুলি আসনই দখলে রাখল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ~ ১১.০৭.২০২৩

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS