বাংলাদেশের বিপক্ষেও খেলা হচ্ছে না সাউদির

Shuvo gallery 2023-10-12

Views 1

বাংলাদেশ ম্যাচ দিয়ে কেইন উইলিয়ামসন ফিরতে যাচ্ছেন, তা অনেকটা নিশ্চিত ছিল। গতকাল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড এমন কিছুরই আভাস দিয়েছিলেন।

উইলিয়ামসন ফিরলেও অবশ্য চোট কাটিয়ে এখনই ফেরা হচ্ছে না টিম সাউদির। গতকাল কিউই কোচ সাউদির অনুশীলনে পুরো ছন্দে বোলিং করার কথা জানালেও আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক উইলিয়ামসন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষেও খেলা হচ্ছে না সাউদির।

গত মাসে ইংল্যান্ড সফরে শেষ ওয়ানডেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে সাউদি। স্ক্যানের রিপোর্ট থেকে জানা যায়, ৩৪ বছর বয়সী পেসারের আঙুলে চিড় ধরেছে ও নড়ে গেছে। এরপরই তাঁর আঙুলে অস্ত্রোপচার করানো হয়। বাংলাদেশের বিপক্ষে তাঁর ফেরা নিয়ে স্টিড গতকাল বলেছিলেন, ‘টিমকে দলে নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। দেখে মনে হচ্ছে, তার আঙুল ভালোভাবে জোড়া লেগেছে। গত কয়েকটি অনুশীলন সেশনে সে ছন্দে থেকেই বোলিং করেছে।’

আজ এই পেসারের ফেরা নিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘হ্যাঁ, প্রথমত টিম ভালোই উন্নতি করছে। কিন্তু আগামীকালের ম্যাচে সে খেলবে না।’অন্যদিকে বাংলাদেশ ম্যাচ দিয়ে ফিরতে যাওয়া উইলিয়ামসন মাঠের বাইরে আছেন গত আইপিএল থেকে। উইলিয়ামসন এ বছর আইপিএলের প্রথম ম্যাচে চোটে পড়েন। এরপর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। শুরুতে বিশ্বকাপ খেলা নিয়ে বড় সংশয় থাকলেও তাঁকেই অধিনায়ক করে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা উইলিয়ামসন অবশ্য বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছেন। তবে শুধু ব্যাটিং করেছিলেন তিনি।নিজের ফেরা নিয়ে কিউই অধিনায়ক বলেছেন, ‘আমার সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে যদি বলি, সেখানে বেশির ভাগ বিষয় ভালো ছিল। অনেকবার বলেছি, বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পেরে, এখানে এই মুহূর্তে বসে কথা বলতে পেরে বেশ রোমাঞ্চিত আমি। আগামীকাল ম্যাচের জন্যও রোমাঞ্চিত, যেটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ, যেটা আসলে বিশ্ব আসরে ঘটে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছি।’

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS