গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনে মেগা উইন্টার অফার,ল্যাপটপ,ডেস্কটপ কম্পিউটারে ২০% পর্যন্ত ছাড়,রয়েছে ইএমআইয়ের সুবিধাও।

Bankura24x7 2023-11-26

Views 7

বছর শেষে মেগা উইনটার অফার চলছে বাঁকুড়া শহরের অভিজাত কম্পিউটার শো রুম গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনে।শহরের প্রতাপবাগান এলআইসি কোয়ার্টার্সের ঠিক তিন নাম্বার গেটের উল্টোদিকে রয়েছে এই শো রুম। মেগা উইনটার অফারে বিভিন্ন নামী ব্রান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের ওপর ২০ % পর্যন্ত ছাড় রয়েছে। এই অফার চলবে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। ছাড়ের পাশাপাশি,এখানে ইএমআই সুবিধাও আছে। বাজাজ ফাইন্যান্স, এইচডিএফসি, পাইনল্যাবস এবং সমস্ত ক্রেডিট কার্ডে এই সুবিধা মিলবে৷ এছাড়া,অনলাইন পেমেন্ট, ইউপিআই পেমেন্ট এর সুবিধাও দেওয়া হয় এই অভিজাত কম্পিউটার শোরুমে। এখানে, ডেল,এইচপি,লেনোভো,আসুস,এসারের মতো নামী ব্রান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ পাবেন এই বিশেষ অফার প্রাইসে। এছাড়া কিপ্যাড,মাউস সহ যাবতীয় কম্পিউটার এক্সেসরিজের রয়েছে বিপুল সম্ভার। সাথে,সাথে হোম ডেলিভারি, ডেমো এবং সেটআপের পপরিষেবা পাবেন এখানে। গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের পরিচিতি উন্নতমানের আফটার সেলস সার্ভিসের জন্য। সার্ভিস হেল্প লাইনে কল করলেই অন ডে সার্ভিস পাবেন আপনি। এছাড়া রয়েছে শোরুমে এসে আপনার পছন্দ মতো সময়ে ডেমো দেখার সুবিধা। তার জন্য আপনি এখানকার কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। যে কোন তথ্য জানতে ফোন করতে পারেন : 9563720700 / 7001490897 নাম্বারে। এছাড়া অফারের নিয়মিত আপডেট পেতে আপনি নজর রাখুন গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ফেসবুক পেজে। অথবা সরাসরি বাঁকুড়া শহরের প্রতাববাগান এলআইসি কোয়ার্টার্সের তিন নাম্বার গেটের ঠিক বিপরীতে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের সেলস কাউন্টারে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন মেগা উইনটার অফার চলবে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS